সাতক্ষীরার কলারোয়ায় বসতবাড়িতে জীবন্ত গাঁজা গাছ! আটক ১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/Kalaroa-Gaja-tree-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কলারোয়ায় এক বসত বাড়ির আঙিনা থেকে জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার খাসপুর গ্রামের আবু তালেব সরদারের বসত বাড়ির আঙ্গিনা হতে ৬ ফুট উচ্চতার ওই গাঁজাটি উদ্ধার করা হয়। সেসময় বাড়ির কর্তা আবু তালেবকে পুলিশ আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে গাজা চাষী আবু তালেবকে আটক ও গাঁজা গাছ জব্দ করা হয়। এই ঘটনায় ২০১৮ সালের মাদক দ্রব্য আইনে ৩৬/১এর ১৮ এর ক ধারায় আবু তালেবকে আসামি মামলা করা হয়েছে। যার নং-০১।’
‘শনিবার দুপরে আটক আসামিকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে’ বলে ওসি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন