সাতক্ষীরার কলারোয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/12/1-9.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৬মাস থেকে ৫বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।
পরে তিনি উপজেলার বিভিন্ন ভিটামিন প্রদান কেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) গোলাম সরোয়ার, স্বাস্থ্য সহকারী (এইচএ) মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা সহকারী (এফডব্লিউএ) ফেরদৌসী খাতুনসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।
ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান, ‘১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) দেশব্যাপী শুরু হয়েছে। এ লক্ষ্যে উপজেলার সকল স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, অস্থায়ী ভিটামিন প্রদান কেন্দ্রসহ বিভিন্ন স্থান থেকে এই ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল ও এক বছরের বেশি থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।’
এজন্য সকল অভিভাবককে তাদের শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর আহবান জানান তিনি।
‘ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন