সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি অনুষ্ঠিত
“পুলিশিই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে শনিবার (২৯ অক্টোবর) সকাল ৮ টায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র “শান্তি শৃঙ্খলা সর্বত্র” ব্যান্ড বাদ্য বাজিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ বঙ্গবন্ধু মরালের পাদদেশে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি )ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু, পুলিশ পরিদর্শক( তদন্ত )মোঃ রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ ,ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, কালিগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি কাজী কাউন্সিল ওরা সজল, সাধারণ সম্পাদক ফিরোজ কবির কাজল যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক বীর মুক্তিযুদ্ধ এস এম মমতাজ হোসেন মন্টুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য সদস্য গ্রাম্য চৌকিদার দফাদার থানা পুলিশ ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন পরে নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন