সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/IMG_20230402_193046-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা রবিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পরবর্তী সাধারণ সভায় প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রেসক্লাবের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী পেশ, বৃহৎ পরিসরে ইফতার মাহফিল আয়োজনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাফিজুর রহমান, শেখ সাদেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কোষাধ্যক্ষ আহাদুজ্জামান আহাদ, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, অধ্যাপক সনৎ কুমার গাইন, মোখলেছুর রহমান মুকুল, সদস্য যথাক্রমে আফজাল হোসেন, আব্দুল মাজিদ, মো. জামাল উদ্দীন, জিএম মামুন, ফজলুল হক, আবুল কালাম বিন আকবার, শের আলীসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন