এ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জে খান বাহাদুর আহছান উল্লা’র (রঃ) ১৪৯তম জন্মবার্ষিকী পালিত
সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহসূফী আলহাজ্জ খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) হৃদরোগ বিশেষঞ্জ চিকিৎসকগণ হৃদরোগীদের দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করেন।
নলতা শরীফ আস্তানা ভবন গেস্ট হাউজে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল ও পিজি হাসপাতাল আগত ডা. এ বি এম রিয়াজ কওছার, ডা. শরবিন্দু শেখর রায়, ডা. অভিজিৎ রায়, ডা. অনিন্দ দাস সৌরভ, ডা. মোঃ নাবিউল ইসলাম, ডা. সুমন কুমার দাস, ডা. বিশ্বজিৎ মন্ডল, ডা. আবিব আল জাবেদ, ডা. আমিনুল ইসলাম আজমীর, ডা. শংকর কুমার ঘোষ ও ডা. শেখ আকছেদুর রহমান চিকিৎসা প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৬৩৯ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক তত্ত্ববধানে চিকিৎসা ক্যাম্পে ২০ জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও ৪০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন