সাতক্ষীরার কালিগঞ্জে গাঁজাসহ ইউপি সদস্য ও তার সহযোগী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে সাড়ে ৭’শ গ্রাম গাঁজাসহ ধলবাড়ি ইউপি সদস্য প্রশান্ত কুমার ওরফে বাবু হালদার (৪৭) ও শশাঙ্ক কুমার মন্ডল (১৯) কে আটক করেছে পুলিশ।

প্রশান্ত হালদার উপজেলার ধলবাড়ি ইউনিয়নের সদরকাটি গ্রামের মৃত যোতিন্দ্র হালদারের ছেলে ও ধলবাড়ি ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং শশাঙ্ক কুমার মন্ডল উপজেলার ড্যামরাইল এলাকার হাজারী মণ্ডলের ছেলে।

থানা সূত্রে জানাযায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ প্রাশান্ত হালদারের বাড়িতে অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রয়ের সময় তাকে হাতেনাতে আটক করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাড়ে ৭’শ গ্রাম গাঁজাসহ ইউপি সদস্য বাবু হালদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ২৬।