সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
“চালক-মালিক-যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই” এ স্লোগানের মধ্য দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সড়ক দুর্ঘটনা ঘটালে দায়ী যেই হোক শাস্তি পেতেই হবে। কেউ ছাড় পাবে না। দীর্ঘ ২২ বছরের আন্দোলনের ফসল হিসেবে সরকার যেমন সড়কের নিরপত্তা রক্ষায় সচেষ্ট, তেমনি চালক এবং সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে। অন্যান্য দেশে ৫শ’ দুর্ঘটনা হলে মারা যায় ৫শ’ মানুষ। কিন্তু বাংলাদেশে ৫শ’ দুর্ঘটনা হলে মারা যায় প্রায় ৫ হাজার মানুষ। এর কারণ সড়ক দুর্ঘটনা এবং এর পরবর্তী পর্যায়ে দক্ষ ব্যবস্থাপনার অভাব। সঠিক ব্যবস্থাপনা থাকলে দুর্ঘটনায় মৃত্যুর হারও অনেক কম হবে।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খান মিরাজ হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী সুধী ও সাংবাদিকবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন