সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোশারফ হোসেন (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত আরজুল্লাহ শেখ এর পুত্র।

মঙ্গলবার (১১মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তারালী চার রাস্তার মোড় নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মোশারফ হোসেন কালিগঞ্জের কাকশিয়ালী ব্রিজ পার হয়ে বাসস্ট্যান্ডের দিকে আসছিলো। সেসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক পৌঁছানোর পূর্বমুহুর্তে মোশারফ হোসেন রাস্তার বিপরীত দিকে থাকা চায়ের দোকানে যাওয়ার সময় ট্রাকের পাশে সজোরে ধাক্কা খেয়ে রাস্তার উপরে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।’

নিহতের ভাগ্নে রেজওয়ান আহমেদ জানান, ‘তিনি দীর্ঘ দুই বছর যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোর থেকে তাকে বাড়িতে দেখতে না পেয়ে আত্মীয়-স্বজনরা খুঁজতে বের হয়। খোঁজখবর করার এক পর্যায়ে তারা জানতে পারে তারালী চার রাস্তার মোড় নামক স্থানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। পরে হাসপাতালে খোঁজ নিয়ে তার নিথর মরদেহ খুঁজে পান।’

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মামলা নাম্বার ২১।’