সাতক্ষীরার কালিগঞ্জে দুই মহিলা চেইন ছিনতাইকারী আটক
সাতক্ষীরারে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বালাপোতা বাবার ধাম থেকে বাবার মাথায় জল দিতে আসা দুই মহিলার নিকট থেকে দুইটি স্বর্ণের চেইন ছিনতাই কলে ছিনতাই চক্রের দুইজন সক্রিয় মহিলা সদস্যকে হাতে হাতে আটক করা হয়।
ঘটনাটি ঘটেছে সোমবার (১০ এপ্রিল) সকালে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাশদহা গ্রামের বৃন্দাবন মজুমদারের ভার্সিটি পড়ুয়া জিতা মজুমদার (২২) ও শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামের স্কুল শিক্ষিকা কল্পনা গাইন (৩৮) এর নিকট থেকে ১৪ আনা ও ৯ আনা ৩ রতি ওজনের দুটি স্বর্ণের চেইন ছিনতাই হয়। জিতা মজুমদারের চেইন কেটে পালানোর সময় ছিনতাই চক্রের দুই মহিলা সদস্য সাজিদা ওরফে স্বপ্না(২৩) ও পারভীন (২৫) কে পালানোর সময় আটক করে। কিন্তু ছিনতাই হওয়া চেইন দুইটি উদ্ধার করা সম্ভব হয়নি।
ছিনতাই চক্রের সদস্যদের আটক করে চাম্পাফুল ইউনিয়ন পরিষদে আনলে চেয়ারম্যান মোজাম্মেল হক তাদের কালিগঞ্জ থানায় হস্তান্তর করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন