সাতক্ষীরার কালিগঞ্জে দুই বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামে ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে পৃথকভাবে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

(২০ জুলাই) উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭৮) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ওই দিন বিকালে পাইকপাড়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এর দাফন অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার এর মধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

এদিকে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা খোদাবক্স সরদার (৭৫) বার্ধক্যজনিত কারণে (২২ জুলাই) মৃত্যুবরণ করেন।

(২৩ জুলাই) বিকালে উত্তর শ্রীপুর গ্রামে তার বাড়ির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় সালাম প্রদান করেন কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় বীর মুক্তিযোদ্ধা খোদাবক্স সরদারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম সহ মরুহুমে আত্মীয়-স্বজন গ্রামবাসী উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।