সাতক্ষীরার কালিগঞ্জে ভারতীয় গলদা রেণু ও ডিম জব্দ
সাতক্ষীরার কালিগঞ্জে ভারতীয় ৩ পলি গলদা রেণু ও ৯ পলি ডিম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে বাঁশঝাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ধলবাড়িয়া ইউনিয়নের মোস্তফাপুর বেড়িবাঁধ এলাকা থেকে এসব জব্দ করে।
বাঁশঝাড়িয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খলিলুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দলের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৩ পলি গলদা রেণু ও ৯ পলি ডিম জব্দ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। পরে জব্দকৃত রেণু পোনা ও ডিম বসন্তপুর কাস্টম গোডাউনে জমা দেওয়া হয়। পরে প্রকাশ্যে জব্দকৃত পোনা ও ডিম কাস্টমস চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়।’
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান, বাঁশঝাড়িয়া বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খলিলুর রহমান, বসন্তপুর কাস্টম গোডাউনের এমএলএসএস কর্মরত সাইফুল ইসলাম প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন