সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি জায়গায় রাতের আধাঁরে ঘর নির্মাণ!

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে শুক্রবার (১০ ডিসেম্বর) রাতের আঁধারে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১১ ডিসেম্বর) সকালে সরজমিনে দেখা যায়, বাজারের প্রধান সড়ক ও নেংগী রোডের দক্ষিণ-পশ্চিম কর্নারে, কাঁচা বাজারের মধ্যে, দুই পাশে গ্রেড বিম সহ কলাম তৈরি করা হয়েছে।

বাজারের কাঁচামাল ব্যবসায়ী ওয়াহেদ আলী, ইসমাইল গাজী, ইসলাম গাজী সহ একাধিক কাঁচামাল ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করে আসছি কিন্তু হঠাৎ রাতের আধাঁরে বালিয়াডাংগা গ্রামের আব্দুর রহিম সরদারের পুত্র আব্দুস সামাদ সরদার ঘর নির্মাণের জন্য গ্রেড দিয়ে দখল করে নিয়েছেন।’

সকাল ১১ টার দিকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহমেদ সরজমিনে পরিদর্শন শেষে সরকারি জায়গাতে অবৈধ স্থাপনা নির্মাণ কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন এবং অবৈধ স্থাপনা নির্মাণকারী আব্দুস সামাদ সরদারের পুত্র জাকির হোসেনের উপস্থিতিতে তিন দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার জন্য মৌখিক নির্দেশ প্রদান করেন।

জানা যায়, ইতোপূর্বে উপজেলা ভূমি অফিসের মৌখিক নির্দেশনায় উক্ত স্থানে নির্মাণ কাজ বন্ধ করা হয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পুনরায় ঘর নির্মাণের ভিত্তি স্থাপন করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে ভূমি অফিস ও প্রশাসনের ভূমিকা নিয়ে।

এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সরকারি জায়গা দখল মুক্ত রাখার আহবান জানিয়েছেন স্থানীয় ব্যাবসায়ী ও সচেতন মহল।