সাতক্ষীরার কালিগঞ্জে স্কাউটস’র উদ্যোগে ফ্রি মাস্ক বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/20210706_160451.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলাদেশ স্কাউটস কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে করোনা মোকাবেলায় সাধারণ মানুষের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফ্রী মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ কাকশিয়ালী ব্রিজ সংলগ্ন ফুলতলা মোড় ও ইসলামী ব্যাংক এলাকাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ফ্রি মাস্ক প্রদান করা হয়।
উপজেলা স্কাউটস’র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নির্দেশনা এবং উপজেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুর নেতৃত্বে স্কাউটস’র একটি টিম পথচারীদের এগুলো বিতরণ করেন।
এ সময় উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ আশেক মেহেদী। প্রমুখ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন