সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি সদস্যর আকস্মিক মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য মোছা: রাশিদা খলিল (৫৪) মঙ্গলবার রাত্রে আকস্মিক ভাবে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে বুকে ব্যাথা অনুভাব করছিল। দ্রুত শ্যামনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে জানতে পারে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) বাদ জোহর কৃষ্ণনগর ইউপির কালিকাপুর গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কররস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, মোছা রাশিদা খলিল কৃষ্ণনগর ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের তিন বারের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন। সদা হাস্যজ্জল ও সদালাপি এ জনপ্রিয় মহিলা সদস্যর মৃত্যুতে কৃষ্ণনগর ইউপির সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন