সাতক্ষীরার কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নি কান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
“মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে (১৩ অক্টোবর) বুধবার সকাল ১০ টায় এই মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও নবযাত্রা প্রকল্প ইউএসএআইডি খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম এর সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সীপিপির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মিরাজ হোসেন খান, কালিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ বিল্লাল হোসেন মৃধা প্রমূখ।
এসময় অনুষ্ঠানে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান ,প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ প্রমুখ।
মহড়া অনুষ্ঠানে কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের চৌকস দল আগুন নিভানোর কলাকৌশল হাতে-কলমে শেখান এ সময় মহড়া প্রদর্শন করেন শত শত নারী-পুরুষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন