সাতক্ষীরার কালীগঞ্জে ফেন্সিডিলসহ আটক- ১
সাতক্ষীরার কালীগঞ্জে ৩৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আফছার আলী গাজী (৪০) কে আটক করেছে থানা পুলিশ।
সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রত্নেশ্বরপুর গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে থানার উপ সহকারী পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মমরেজপুর গ্রামের জনৈক জাহাঙ্গীর আলমের চায়ের দোকানের সামনে থেকে ৩৯ বোতল ফেনসিডিলসহ আফছারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ গোলাম মোস্তফা বলেন, আটককৃত আসামিকে শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন