সাতক্ষীরার কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের দূর্নীতির বিরুদ্ধে মতবিনিময় সভা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৯নং মথুরেশপুর ইউনিয়নের ২০১৬-২০১৭অর্থ বছরে ও অন্যান্য অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রকল্পের বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাৎ এর বিষয় অবহিত করণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা জামাত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ কবীর কাজল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সদস্য সন্দ্বীপ কুমার ঘোষ, ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আবু তালেব, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজওয়ান ইভান রনি, দিয়া ডিএমসি ক্লাবের সিনিয়র সদস্য মাসুম হাসান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ইউনিয়নের সকল ওয়ার্ড ঘুরে ১৮ জায়গায় সরকারের উন্নয়ন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি নজরে এসেছে। ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। শুধু কাগজে কলমে কাজ দেখানো হয়েছে। কিন্ত বাস্তবে কোন কাজ করা হয়নি। বর্তমান ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন এতবড় দূর্নীতি আশিকের বাড়িতে করলেও আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ইউনিয়ন বাসী এই দুর্নীতির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন