সাতক্ষীরার তালায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/Tala-Picture-18.11.23-copy.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার তালায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি হল রুমে ওই ওয়ার্কশপের আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংক খুলনার আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার বাস্তবায়নে অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা প্রিন্সিপ্যাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ্ আলম, বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্তি পরিচালক মোঃ আমিনুর রহমান, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু তালা থানার ওসি (তদন্ত) মোল্যা মোহাম্মদ সেলিম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি তালা শাখার ম্যানেজার মোঃ নাহিদুজ্জামান মিঠু।
সমগ্র ওয়ার্কশপটি পরিচালনা করেন সোনালী ব্যাংক পিএলসি কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, ত্রিদেব ঘোষ ও রুপালী চক্রবর্তী।
অনুষ্ঠানে জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণসহ সচেতনতামুলক আলোচনা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন