সাতক্ষীরার তালায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

সাতক্ষীরার তালায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া বিল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আটকৃত ডাকাতরা হলো খুলনার পাইকগাছা উপজেলার বান্দিকাটি গ্রামের গনি শেখের ছেলে সুমন শেখ (২৭), একই উপজেলার রাড়ুলী গ্রামের আকবর শেখের ছেলে সিদ্দিক শেখ (৩৫) ও ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের দীন মোহাম্মদ মীরের ছেলে আলমগীর হোসেন (২৮)।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ‘বৃহস্পতিবার রাতে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানার পুলিশ তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ১টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। এসময় তাদের সঙ্গী কয়েকজন পালিয়ে যায়।’

তিনি আরো জানান, ‘আটককৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা গেছে। শুক্রবার তাদেরকে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।’