সাতক্ষীরার তালায় বিট পুলিশিং সমাবেশ
সাতক্ষীরা তালায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬নং বিট পুলিশিং আয়োজনে বুধবার রাতে তালা উপজেলা জালালপুর ইউনিয়নের কানাইদিয় গ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
৬নং বিট পুলিশিং কর্মকর্তা এসআই ইমন হাসান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ রামপ্রসাদ, বিশিষ্ট ব্যবসায়ী ইন্দ্রজীৎ দাশ বাপী প্রমূখ।
এসময় জালালপুর ইউনিয়নকে মাদকমুক্ত, মদ, জুয়া বাল্যবিবাহ- ইভটিজিং, জঙ্গি,সন্ত্রাস মুক্তকরণের ঘোষণার মধ্য দিয়ে ইউনিয়নের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত সকল সদস্যবৃন্দের সাথে একাত্মতা ঘোষণা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন