সাতক্ষীরার দেবহাটায় ঘুরে গেলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মাহমুদুল হক

সাতক্ষীরার দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ও বনবিবির বটতলা ঘুরে গেলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক।

সোমবার (৫ মে) সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে নবনির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন পরবর্তী দেবহাটায় আসেন তিনি।

এসময় সুন্দরবনের আদলে গড়ে ওঠা ইছামতি নদীরতীরে রূপসী ম্যানগ্রোভ ঘুরে ঘুরে দেখেন ও ছবি তোলেন।

সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের বিনোদনের কথা চিন্তা করে মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র গড়ে তোলায় তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

এদিকে দেবহাটায় পৌঁছালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান ও দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার (সহকারী জজ) শামসুন নাহার, বেঞ্চ অফিসার মো.আক্তারুজ্জামান ও ব্যক্তিগত কর্মকর্তা মো. একরামুল কবীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সাতক্ষীরা বিচার বিভাগের বিচারকবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলার আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, সদস্য সচিব আব্দুল্লাহ, ছাত্র প্রতিনিধি আবু রায়হান প্রমুখ।

পরে দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র ঘুরে ৪শত বছরের ঐতিহ্যবাহী বনবিবির বটতলা পরিদর্শন করেন বিচারপতি মাহমুদুল হক।