সাতক্ষীরার দেবহাটায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প
সাতক্ষীরার দেবহাটায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও প্রাথমিক প্রাথমিক চিকিৎসা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) সাস সমৃদ্ধি কর্মসুচির আওতায় সখিপুর ইউনিয়ন পরিষদে এ বিশেষ চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন।
বিশেষ অতিথি ছিলেন সাস’র সহকারী পরিচালক একে এম গোলাম ফারুক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ওয়ালিদ হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা মনোজ কুমার হালদার, শামীমা খাতুন প্রমুখ।
এসময় অসংখ্য গরীব অসহায় রুগিকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।
এছাড়া ছানি অপরেশনের জন্য রুগি বাছায় করে খুলনায় নেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন