সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রতারণা মামলার আসামি গ্রেফতার
সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রতারণা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (ইং-১২/০৩/২০২৪) ভোররাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামি মজিবর রহমান রাজু (৫১) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাড়ৈগাও (মাদবরপাড়া) গ্রামের জহুর উদ্দীনের পুত্র।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দেব নাথ জানান, গ্রেফতার আসামিকে মঙ্গলবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন