সাতক্ষীরার রইচপুর খালে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ
সাতক্ষীরা পৌরসভার রইচপুর খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ড রইচপুর খালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, রইচপুর খালের উপর অবৈধভাবে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারগুলো জব্দ করে পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় প্রদান করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন