সাতক্ষীরার শ্যামনগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত তিনটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে দু’দিন ধরে জ¦রে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন থাকার পর সোমবার রাত ১০টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তিনি শ্যামনগর উপজেলার হাঙলভাঙি গ্রামের মানিক গাইনের ছেলে।

নিহতের শ্যালক সাইদুল ইসলাম জানান আবুল কালাম দুই দিন ধরে অনেক বেশী জ¦রে আক্রান্ত ছিল। সোমবার বিকালে শাররীকভাবে কিছুটা সুস্থ অনুভব করে বাড়ির সামনের দোকানে যায়। সেখানে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত তিনটার দিকে আবুল কালামের মৃত্যু হয় জানিয়ে তিনি বলেন চিকিৎসকরা ডেঙ্গুজ¦রে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন।

শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জহুরুল হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মঙ্গলবার বিকালে জানাযা শেষে আবুল কালামকে দাফন করা হয়। পেশায় রাজমিস্ত্রি ঐ ব্যক্তির রয়েছে দুই সন্তান।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বলেন, আবুল কালাম শ্যামনগরে ভর্তি না হওয়ায় তার মৃত্যুর কারন জানা সম্ভব হয়নি।