সাতক্ষীরার শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/12/sat-234.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার শ্যামনগরে বিএনমের প্রার্থী গোলাম রেজা কর্তৃক বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে গোলাম রেজাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বীর মুক্তিযোদ্ধা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল।
এর আগে একটি বিক্ষোভ মিছিল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা জিএম ওসমান গনী, বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সন্তান মনিরুজ্জামান ডলার, মুক্তিযোদ্ধা সন্তান সেলিম সবুজ প্রমুখ।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ সংবিধানে স্বাক্ষরকারী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের বিরুদ্ধে সাতক্ষীরা-৪ আসনের নোঙ্গর প্রতিকের প্রার্থী এইচ.এম গোলাম রেজা বিভিন্ন নির্বাচনী জনসভায় কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন। যার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন