সাতক্ষীরার শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাথে জামায়াতের মত বিনিময়

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলার পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াতের অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভপতি বাবু রবীন্দ্র নাথ বিশ্বাস, সিনিয়র সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জী, সেক্রেটারি এ্যাডঃ কৃষ্ণ পদ, উপদেষ্টা প্রভাষক পরিমল কৃষ্ণমণ্ডল, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কৃষ্ণপদ মন্ডল, যুগ্ন আহব্বায়ক মহাদেব বাবু, সদস্য সচিব কিরন কুমার, ভুরুলিয়া ইউনিয়ন কমিটির তপন কুমার মন্ডল উপস্থিত ছিলেন।

আসন্ন দূর্গাপূজা নি:বিঘ্নিত করতে উভয় নেত্রীবৃন্দের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূজা উদযাপন কমিটির পক্ষথেকে বলা হয় বাদঘাটা রাস্তাটি যেন মেরামত করা হয়। মা, বোনেরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে তার ব্যবস্থা করা, যানযট নিরসনে ব্যবস্থা গ্রহন এবং পূজার সময় যাতে মটর সাইকেলের কাগজ চেক করে হয়রানি না করা হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহনের কথা বলেন।

তাদের পক্ষ থেকে আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার প্রতিশ্রুতি দেয়া হয়। পূজা ও উৎসব পালন নির্বিঘ্ন করতে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন নেতৃবৃন্দ।

জামায়াত নেতারা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি দল যেখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সকল ধর্ম, সম্প্রদায়ের মানুষ জামায়াত ইসলামীর কাছে বিগত দিনেও নিরাপদ ছিলো, বর্তমানেও আছে, ভবিষ্যতে ও থাকবে।