সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা শহরে খাস জমি উদ্ধার ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে চালতেতলা মোড়ে (বাটকেখালী) শেখ রাসেল স্মৃতি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রধান উপদেষ্টা, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। তিনি বলেন, জেলায় হাজার হাজার একর সরকারি খাস জমি রয়েছে। তবে ওই জমিগুলোর অধিকাংশ প্রভাবশালী কতিপয় ব্যক্তির দখলে বছরের পর বছর। তাদের কাছ থেকে ওই সরকারি খাস জমি উদ্ধারপূর্বক হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের মাঝে বন্টন করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার গৃহহীন ও ভূমিহীন বান্ধব সরকার। এই সরকার হাজার হাজার গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে জমি ও ঘর প্রদান করে উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা সর্বমহলে সমধিক গ্রহণযোগ্য। তিনি আরও বলেন, এরবাইরে এখনও জেলায় শত শত একর সরকারি খাস জমি প্রভাবশালীদের দখলে রয়েছে। ওই জমি উদ্ধারপূর্বক প্রকৃত হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের মাঝে বন্টন করার দাবি জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন পৌর ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক গ্রাম্য ডা. মো. গোলাম কিবরিয়া। তিনি বলেন, সাতক্ষীরা পৌরসভার অভ্যন্তরের ৫নং ওয়ার্ডের ইয়াকুব জমাদ্দারের ইটভাটা, রাহাতুল্লাহর ইটভাটা ও বাটকেখালী করমন্ডলের পিছনে কার্তিক ঘোষের জমির নিকট সরকারি খাস জমি উদ্ধার ও অবৈধ দখলদারিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ রাসেল স্মৃতি ক্লাবের সহ-সভাপতি মো. হায়দার, সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুকুর আলী প্রমূখ। এসময় পৗর ভূমিহীন সমিতির সহ-সভানেত্রী নুর জাহান সাদিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, শেখ রাসেল স্মৃতি ক্লাবের দপ্তর সম্পাদক মো. সালাউদ্দীন, ক্যাশিয়ার মো. কবির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মো. কুরবান, সদস্য শ্রী গৌরপদ, মো. ইমাদুল ও মো. হয়রত প্রমূখ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন