সাতক্ষীরায় ইজিবাইক চালাতে দিতে হয় চাঁদা, প্রতিবাদ করায় মারপিট
সাতক্ষীরার কলারোয়ায় ইজিবাইক চালাতে হলে দিতে হবে চাঁদা। না দিতে পারলে ইজিবাইক চালাতে বাঁধা; গালিগালাজ, খারাপ ব্যবহার, মারপিট তো আছেই। তেমনি চাঁদা দিতে অস্বীকার ও প্রতিবাদ করায় ইজিবাইক চালক সমিতির সভাপতি মহাসিন আলী (৩৪) কে মারপিট করলো কথিত সেই চাঁদাবাজরা। ওই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন আহত মহাসিন। মহাসিন উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের রয়েল বকসের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ইজিবাইক সমিতির অধীনে ১৫০টির বেশি ইজিবাইক রয়েছে, যেগুলো কলারোয়া টু গয়ড়া ও আশপাশের রাস্তায় যাতায়াত করে থাকে। প্রতিদিন সেই ইজিবাইকগুলো থেকে জোরপূর্বক ১০টাকা করে চাঁদা নেন পৌরসদরের কতিপয় প্রভাবশালী ব্যক্তির সাঙ্গোপাঙ্গোরা। এরই সূত্র ধরে রবিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের হাসপাতাল রোডের ইজিবাইক স্ট্যান্ডে দুই যুবক চাঁদার টাকা আদায় করার সময় প্রতিবাদ করেন ইজিবাইক চালক মহাসিন। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই দুই যুবকের সাথে আরো কয়েকজন এসে মহাসিন আলীকে বেধড়ক মারপিট করে।
– এমনই কথা জানালেন হাসপাতালে চিকিৎসা নেয়া আহত মহাসিন আলী।
তিনি আরো জানান, ‘চাঁদার টাকা না দেয়ায় আব্দুস সালাম নামে এক ইজিবাইক চালকেকে আটকে রাখে তারা। পরে টাকা দিয়ে ইজিবাইক ছাড়িয়ে আনা হয়।’
এসকল ঘটনা উল্লেখ করে আহত ইজিবাইক সমিতির সভাপতি মহাসিন আলী বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।
পাশাপাশি তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত পূবর্ক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন