সাতক্ষীরায় কালিগঞ্জে দুর্যোগ ঝুঁকিহ্রাস ও ব্যবস্থাপনায় যুব স্বেচ্ছাসেবক ও ছাত্রদের রিফ্রেসার্স প্রশিক্ষণ
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ইউনিয়ন পরিষদে ১ দিন ব্যাপি যুব স্বেচ্ছাসেবক ও ছাত্রদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকিহ্রাস বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কুশুলিয়া ইউনিয়নের ৯ টি ঝুঁকিপুর্ন এলাকার ২০ জন ইয়ুথ ভলান্টিয়ার।
প্রশিক্ষণের উদ্দেশ্য হলো ইয়ুথ ভলান্টিয়ারের নিজস্ব দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগ সাড়া প্রদানকালীন সময় আত্মনির্ভরশীল হয়ে দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে।
প্রশিক্ষণটি সঞ্চালনা করেন-বি এইচ এ প্রকল্পের প্রজেক্ট অফিসার -বিপ্লব তপাদার ও নবযাত্রা প্রকল্পের এ এস এস অফিসার উৎপলা মন্ডল ও কমিউনিটি ডিজেষ্টার ফ্যাসিলিটেটর অজয় সেন।
উল্লেখ্য যে,নবযাত্রা আমেরিকান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ব্যুরো অব হিউম্যানিটারিয়ান এসিস্ট্যান্স খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম সাত বছর মেয়াদী একটি প্রকল্প; যার প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নারী ও পুরুষের সমতা নিশ্চিত করার মাধ্যমে খাদ্য নিরাপত্তা,পুষ্টি ও দুর্যোগ সহনশীলতার উন্নতি সাধন। এই লক্ষ্য অর্জনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সেই সঙ্গে উইনরক ইন্টারন্যাশনাল মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি,নিরাপদ পানি পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যবিধি চর্চা,কৃষি ও বিকল্প জীবিকায়ন, দুর্যোগ প্রশমন,সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা এবং নারী-পুরুষ সমতা বিষয়ক কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়ন করছে। এখানে উল্লেখ্য যে,নবযাত্রা প্রকল্পটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রাণালয়ের যৌথ অংশীদারিত্বে ৮৫৬,১১৬ জন প্রত্যক্ষ উপকারভোগীকে উদ্দেশ্য করে খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলা ও সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন