সাতক্ষীরায় দেশ গড়ার শপথ নিয়ে আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাতক্ষীরায় দিনভর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার শপথ নিয়ে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের ডে-নাইট কলেজ সংলগ্ন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিনভর কুরআন তেলাওয়াত, আলোচনাসভা, কেক কাটা, দোয়া মাহফিল ও এতিম হাফেজদের মাঝে খাদ্য বিতরণ এর মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নেতাকর্মীরা।
এ-উপলক্ষ্যে সকাল নয়টা থেকে কুরআন তেলাওয়াত, দুপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল, এতিম হাফেজদের মাঝে খাদ্য বিতরণ ও কেক কাটা হয়েছে।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাহানা মহিদ বুলু’র সভাপতিত্বে ও দলের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা কাজী আক্তার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এড. আজহার হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, ক্রিয়া সম্পাদক শেখ আব্দুল কাদের, সদস্য এড. জিয়াউর রহমান জিয়া, মাহফুজা রুবি।
এসময় আরও উপস্থিত ছিলেন,সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফিউদ্দিন শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম খান বাবু, সোহাগ সোসেন, আজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সাবেক সাংগঠনিক সম্পদক রিফাত হাসান রাসেল, সাবেক তরুণ লীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান চপল, জেলা ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান আশিক , সাধারণ সম্পাদক সুমন হোসেন, পৌর যুবলীগের সভাপতি মনোনয়ন হোসেন অনু, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, সাবেক ছাত্র লীগ নেতা সাইদুর রহমান অপু, শেখ এজাজ উদ্দীন তাপস, সৈয়দ সাহিদ হাসান, সাইমুল রাপ্পি, ছাত্র লীগ নেতা শেখ জুবায়ের আল জামান, খায়রুল্লা আরাফাত, রঞ্জিত ঘোষ, যুবলীগ নেতা এস এম তুহিনুর রহমান তুহিন, রবিউল ইসলাম, আলআমিন, রাজিব হোসেন, নাসির হোসেন, আওয়ামী লীগ নেতা মারুফ খান চৌধুরী, কাজী সাইদ হাসান দোলন, মনিরুল ইসলাম ফুলবাবু প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতার প্রধান সম্পাদক, সাবেক ছাত্রনেতা কাজী হেদায়েত হোসেন (রাজ)।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন