সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় ইঞ্জিনভ্যানের যাত্রী নিহত ।। আহত ৭
সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় ইঞ্জিনভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭জন।
শনিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহসড়কের তুজুলপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন সাতক্ষীরা শহরের রইচপুর গ্রামের মৃত. মাজেদ মোড়লের ছেলে ফারুক হোসেন বাবু (৪৫)।
গুরুতর আহত হয়েছেন ইচাপুর গ্রামের মোকলেছুর রহমান (৩২), ইঞ্জিনভ্যানের চালক ছলেমান (৩৫), সুপারিঘাটা গ্রামের কার্ত্তিক দাস (৩৩), বাঙালের মোড়ের ইসলাম (৫৫)সহ ৭/৮জন।
আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, স্বপ্নীল নামের পরিবহনটি শ্যামনগর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলো। পথিমধ্যে সাতক্ষীরার তুজুলপুর বাজার এলাকায় পৌছুলে পরিবহনটি বিপরীতমূখী একটি ইঞ্জিনভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে সজোরে মেরে দেয়। এতে পরিবহনের সামনের ভাগ দুমড়েমুচড়ে যায়। পরিবহনের ধাক্কায় ইঞ্জিনভ্যানে থাকা আট যাত্রীর মধ্যে পাঁচজন আহত হন। তাৎক্ষণিক উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন।
দুর্ঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সাতক্ষীরা সদর থানার এসআই ওসমান গণি জানান, দূর্ঘটনার পরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিন যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ইঞ্জিনভ্যানে থাকা একযাত্রী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছে ৬/৭ জন। পরিবহনটি ক্ষতিগ্রস্থ হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন