সাতক্ষীরায় পাঁচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

সাতক্ষীরায় মানব পাঁচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় সব ধরনের পাচার রোধে সবাইকে সক্রিয় হতে আহবান জানানো হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংগঠন ব্র্যাকের আয়োজনে বুধবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল হল রুমে উপজেলা পর্যায়ে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে’ মতবিনিময় সভা ব্র্যাকের জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দেশের পাঁচারের হটজোন বিবেচনায় যশোর ও সাতক্ষীরায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান ব্র্যাক কতৃপক্ষ।
যশোরের তিন উপজেলা ও সাতক্ষীরার সদর উপজেলার আগরদাড়ী, বৈকারী, শিবপুর ও কুশখালী ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করার কথাও উল্লেখ করা হয় এ মতবিনিময় সভায়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।
অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শ্রম ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান, ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট সুমন মিয়া, জেলা সমন্বয়ক হুমায়ুন কবীর, আজিমুল হক প্রমুখ।
মতবিনিময় সভা থেকে মানব পাচার, বিশেষ করে সাতক্ষীরার দীর্ঘ সীমান্ত জুড়ে নারী ও শিশু পাচার রোধে স্ব স্ব ক্ষেত্র থেকে সবাইকে উদ্যোগী হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















