সাতক্ষীরায় প্রগতির উদ্যোগে ভিজিডি ট্রেনিং কর্মসূচি
সাতক্ষীরার লাবসা ও কুশখালি ইউনিয়ন পরিষদে প্রগতির উদ্দোগে ভিজিডি কর্মসূচি আওতায় সুফল ভোগিদের নিয়ে ভিজিডি প্রশিক্ষন কার্ষক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুন) সকাল ১০টায় লাবসা ও কুশখালি ইউনিয়ন পরিষদে প্রগতির উদ্দোগে ভিজিডি কর্মসূচি আওতায় সুফল ভোগিদের নিয়ে ভিজিডি প্রশিক্ষন কার্ষক্রম আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষন কার্যক্রমে লাবসা ইউনিয়ন প্রতিনিধি ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচিব মোঃ মতিউর রহমান, ট্যাগ অফিসার অমল কুমার মন্ডল ও ওয়ার্ড মেম্বরগন।
এছাড়া কুশখালি ইউনিয়ন প্রতিনিধি ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচিব জনাব মো: তবিবুর রহমান ও ওয়ার্ড মেম্বরগণ। উক্ত ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করেন যথাক্রমে প্রগতি’র সমন্বয়কারী ও প্রশিক্ষক সুপ্রকাশদে এবং প্রশিক্ষক মো: মাসুদ হাসান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন