সাতক্ষীরায় প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরায় প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা বিষয়ক ১০ দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
২৭ মে থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠানিকভাবে শেষ হয় শনিবার দুপুরে।
মৎস্য অধিদপ্তর সাতক্ষীরা অফিসের আয়োজনে এল্লারচর চিংড়ি প্রদর্শনী খামারে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান।
প্রশিক্ষণ সমন্বয় করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা।
সমাপনি অনুষ্ঠানে অতিথি থেকে আলোচনা করেন উপ প্রকল্প পরিচালক লুকাস সরকার ও মনিষ কুমার মন্ডল।
সাতক্ষীরা ও যশোরের ২৫জন লিফ এ কর্মশালায় অংশ নেন।
প্রশিক্ষণ দেন ঢাকা, খুলনা, যশোর ও সাতক্ষীরার পদস্থ মৎস্য কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আবুল হাসান ও রণজিৎ কুমার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















