সাতক্ষীরায় বঙ্গবন্ধুসহ সকল শহিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহিদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ওনদীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) দিনব্যাপী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান শেষে হাফেজদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, দৈনিক ভোরের পাতা সম্পাদক ও এফবিসিসিআই এর পরিচালক ড.কাজী এরতেজা হাসান (সিআইপি) ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য কাজী হেদায়েত হোসেন রাজ, জেলা তাতি লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ বনি, সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ডাবলু, আওয়ামী লীগ নেতা দোলন প্রমুখসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন