সাতক্ষীরায় ভারতীয় গলদার রেনুসহ ৩ জন আটক ।। জরিমানা, প্রাইভেটকার বাজেয়াপ্ত

সাতক্ষীরার কালিগঞ্জে ভারতীয় গলদার রেনু সহ আটক তিন জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়েছে। সেসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৬ মে) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার রতনপুর বাজার সংলগ্ন এলাকা থেকে একটি প্রাইভেটকার, ৫২ পলিসহ তিন জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের ছেলে মিল্টন মোড়ল(২৮), নোয়াপাড়া ইউনিয়নের নাংলা গ্রামের জামান উদ্দিন তরফদার এর ছেলে রবিউল আওয়াল(৩৫) ও একই গ্রামের মৃত ইয়াদ আলী স্ত্রীর আদর আলী(৪৭)।

এদিন বেলা ১২ টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত তিনজনকে ১ লক্ষ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়
এবং তাদের ব্যবহারকৃত প্রাইভেটকার রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করা হয় এবং গলদা রেনু কাকশিয়ালী নদীতে অবমুক্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ব্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম।

উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক তরুণ কুমার প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, ভারত থেকে অবৈধ পথে আসা গলদা রেনু সহ মাদক দ্রব্য চোরাচালান রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।