সাতক্ষীরায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে প্রশাসনের প্রেস ব্রিফিং

আগামী (২২ মার্চ) মুজিববর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উক্ত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রেস-কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস-ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনিরুজ্জামান,
তথ্য সেবা কর্মকর্তা মোছা: হিরা খাতুন প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা জানান, আগামী ২২ মার্চ সাতক্ষীরা সদরের ৪৪ টি ঘরের মধ্যে ৩৯ টি সম্পন্ন হওয়া ঘর হস্তান্তর করা হবে। এ পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় ৫২৯ টি ঘর সম্পন্ন হয়েছে। সদর উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিংয়ে সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও
প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।