সাতক্ষীরায় সামাজিক ও রক্তদান সেবায় আমরা সংগঠনের সম্মাননা স্মারক প্রদান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/12/011111-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সামাজিক ও রক্তদান সেবায় আমরা সংগঠনের ১ম বর্ষপূর্তি উদযাপন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সামাজিক ও রক্তদান সেবায় আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিপন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. মফিজুর রহমান ঢালী। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠিতা মো. সালেহ উদ্দিন সবুজ। সামাজিক ও রক্তদান সেবায় আমরা সংগঠনের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ২৯ টা সংগঠন ও দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি ইব্রাহিম খলিলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সামাজিক ও রক্তদান সেবায় আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিপন হোসেন বলেন আমরা ২০২০ সালের ২৬ ডিসেম্বর ৮২ জন সাতক্ষীরা জেলার মধ্যে বাসা স্বেচ্ছাসেবক নিয়ে সংগঠনের কাজ শুরু করেছি। প্রতিমাসে গড়ে ১৮৭ ব্যাগ রক্তদান করে থাকি। এছাড়া আমরা অসহায় দের খাদ্য দান, ঈদ উপহার ও ঈদ বস্ত্র আর সেই সাথে বিভিন্ন সামাজিক কাজ চলমান। আমাদের সংগঠন থেকে বিনামূল্যে অক্সিজেন সেবাও চলমান রয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবু সাহেদ নয়ন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন