সাতক্ষীরায় স্বেচ্ছাসেবকলীগের তৃনমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও সংগঠনকে তৃনমূল থেকে সু-সংগঠিত করার লক্ষে তৃনমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম খান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সাতক্ষীরা জেলা শাখা’র যুগ্ম আহবায়ক আয়শা সিদ্দিকা ও শেখ এহছান হাবীব অয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

প্ৰধান বক্তা’র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।

এসময় স্বেচ্ছাসেবক লীগ উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।