সাতছড়ি উদ্যান থেকে ১০ রকেট উদ্ধার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি উদ্যান থেকে ১০টি ট্যাংক বিধ্বংসী রকেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর ১২ পর্যন্ত পাহাড়ের ভেতর অভিযান চালিয়ে একটি গর্ত থেকে এসব রকেট উদ্ধার করা হয়।
দুপুর আড়াইটায় সাতছড়িতে এক প্রেস ব্রিফিংয়ে রকেট উদ্ধারের কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদের নেতৃত্বে শুক্রবার রাত থেকে উদ্যানের বেশ কয়েকটি পয়েন্টে অভিযান চালানো হয়। ৩/৪টি গর্ত খুড়ে একটি গর্ত থেকে প্লাস্টিকে মোড়ানো বক্সে ১০টি রকেট পাওয়া যায়।
মুফতি মাহমুদ জানান, এসব রকেট ৪০ মিলিমিটার পর্যন্ত ট্যাংক ধ্বংস করতে পারে। তবে এর গায়ে কোন দেশের তৈরি বা কখন তৈরি করা হয়েছে তা লেখা নেই। এগুলো এখনো সচল রয়েছে বলে জানান তিনি।
এসব অস্ত্র কাদের হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে আমাদের দেশের জঙ্গিরা এসব অস্ত্র ব্যবহারের সক্ষমতা রাখে না বলে জানান মুফতি মাহমুদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন