সাতসকালে মহাসড়কে প্রাণ গেল মা-ছেলের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/06/Gopalganj-Road-Accident-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় মা-ছেলে নিহত হয়েছে। শনিবার সকাল সোয়া ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের গেঁড়া খোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলো-মুকসুদপুর উপজেলার ঢাকপাড় গ্রামের সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এরশাদ খানের স্ত্রী শাওন বেগম (৩৪) এবং তার ছেলে সাকিব খান(৮)। রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেন্ট মার্টিন নামের একটি বাস তাদেরকে ঘটনাস্থলে চাপা দেয়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা প্রায় দুই ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয় জনতা।
ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান জানান, ঘাতক বাস ও বাসের ড্রাইভারকে আটক করেছে পুলিশ। সকাল ১০টার দিকে প্রশাসনের অনুরোধে জনতা অবরোধ তুলে নেয় এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মা ও ছেলের লাশ তাদের আত্মীয় স্বজনদের কাছে বুঝে দেয়া হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন