সাপের সঙ্গে ব্যাঙের ঘনিষ্ঠতা, ছবি ভাইরাল
ব্যাঙ আর সাপ— সম্পর্ক নিয়ে যত রসিকতাই চালু থাক, সম্পর্ক আসলে খাদ্য ও খাদকের। সাপ বিশাল ব্যাঙ ধরে গিলছে— ইউটিউব-এ এমন ভিডিও প্রায়ই দেখা যায়। কিন্তু সাপের পিঠে চেপেছে ব্যাঙের দল, এই ঘটনা বোধ হয় আগে কেউ দেখেননি।
ভারতীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, এই বিচিত্র ছবিটি অ্যান্ড্রু মক নামে এক ব্যক্তি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন।
তিনি জানিয়েছেন, ছবিটি ঝঞ্ঝা-বিধ্বস্ত উত্তর অস্ট্রেলিয়ার কুনুনুররায় তোলা। ৩.৫ মিটার দীর্ঘ পাইথনের পিঠে সওয়ার হয়েছে বেশ কিছু ব্যাগ।
টুইট করার পরে ভাইরাল হয়ে যায় ছবিটি। সাপটিকে ‘উবার’ আর ব্যাঙদের তার সওয়ারি বা যাত্রী বলে পরিহাসও করেন কেউ কেউ।
কিন্তু কেন ব্যাঙদের এমন আচরণ? টুইটারেই মিলল তার উত্তর।
উভচর প্রাণী বিশেষজ্ঞ জোডি রাওলি টুইট করে জানান, এই পাইথনটির সঙ্গে সঙ্গম করতে চাইছিল ওই ব্যাঙগুলো। পুরুষ কেন টোড (ব্যাঙ) কামতাড়িত হলে কাণ্ডজ্ঞান হারায়। তেমনটাই ঘটেছে এক্ষেত্রে। তারা যে সাপের পিঠে সওয়ার তা ভুলে গিয়েছে কামার্ত ব্যাঙের দল। রাওলি জালিয়েছেন, নর্থ কুইন্সল্যান্ডে তিনি একটি কেন টোডকে (ব্যাঙ) একটি পচা আমের সঙ্গে সঙ্গমের চেষ্টা করতে দেখেছেন।
আপাতত রাওলির উত্তরে সন্তুষ্ট নেটিজেনরা। কিন্তু ব্যাঙদের কী হল, তা জানা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন