সাফ জয়ে বাংলাদেশের মেয়েদের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক

সাফ জয়ে বাংলাদেশের মেয়েদের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। এই সুখবরটি দিয়েছে ফিফা। ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ফিফা র‍্যাংকিংয়ে সাত ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের।

বৃহস্পতিবার ফিফা সর্বশেষ র‍্যাংকিং ঘোষণায় বলা হয়, সাবিনা-কৃষ্ণারা আছে ১৪০তম স্থানে। সাফের আগে ফিফা র‍্যাংকিংয়ে ১৪৭ নম্বরে ছিল দলটি।

টুর্নামেন্টের আগে তাদের পয়েন্ট ছিল ১০১৭ দশমিক ১৬। আর অপরাজিত থেকে সাফ চ্যাম্পিয়ন হয়ে এখন সেটা বেড়ে ১০৫৪ দশমিকে ৫৫-তে দাঁড়িয়েছে।

এদিকে সাফের সেমিফাইনালে নেপালের কাছে হেরে বিদায় নেওয়া ভারতের অবনতি হয়েছে তিন ধাপ। তারা ৫৮ থেকে এখন ৬১তম অবস্থানে।

নারীদের ফিফা র‍্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে নেপাল ১০৩, শ্রীলঙ্কা ১৫৫, মালদ্বীপ ১৫৯, পাকিস্তান ১৬০ এবং ভুটান আছে ১৭৭ নম্বরে।