সাফজয়ী পাহাড়ের তিন কন্যাকে সংবর্ধনা দিবে রাঙ্গামাটি জেলা প্রশাসন

উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে আগামী শনিবার (২৩ নভেম্বর) রাঙ্গামাটিতে সংবর্ধনা দেওয়া হবে।

রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা আয়োজনে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি চলেছে।

প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচির সহযোগিতায় থাকছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে শহরজুড়ে মাইকিং করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হচ্ছে ফেস্টুন।

এবারের সংবর্ধনা অনুষ্ঠানে তিন কৃতী ফুটবলার ছাড়াও সাবেক ফুটবলার তাদের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফিফার রেফারি ও রাঙ্গামাটির কৃতী সন্তান জয়া চাকমাসহ ছয়জনকে সম্মাননা জানানো হবে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা শুরু হবে। এরপর শোভাযাত্রাটি রাঙ্গামাটি জেলা শহরের ভেদভেদী-আসামবস্তি-তবলছড়ি-দোয়েল চত্বর-বনরূপার প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে আসবে।

পরে সেখানে কৃতী ফুটবলার ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হবে। এরপর সাফ বিজয়ীদের অনুভূতি ব্যক্ত ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তী হবে।