সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা সজীব হত্যা মামলায় আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/IMG_20250208_233432-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক এমপি মোতাহার হোসেনের ভাতিজা জাহিদুল ইসলাম সজিবকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (০৮ ফেব্রুয়ারী) বিকালে হাতীবান্ধাহাট থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত জাহিদুল ইসলাম সজীব বড়খাতা পুর্ব সারডুবি এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে এবং হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সদস্য ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ভাতিজা।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত জাহিদুল ইসলাম সজীব যাত্রাবাড়ির একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহামুদুন নবী বলেন, জাহেদুল ইসলাম সজীবের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। আগামীকাল সকালে তাকে জেলহাজতে পাঠানো হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন