সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/jon-20170526211904.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাভারের নামা গেন্ডা এলাকায় জঙ্গী আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়িটি ঘেরাও করা হয়।
পুলিশ জানায়, পাঁচ তলা বিশিষ্ট বাড়িটির নিচ তলার ফ্ল্যাটে জঙ্গীদের আস্তানা রয়েছে। তবে জঙ্গীদের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাড়িটি ঘেরাও করার পর আশপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ। ধীরে ধীরেই বাড়ানো হচ্ছে পুলিশের সদস্য সংখ্যা। বর্তমানে ওই এলাকাতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আনোয়ার মোল্লা নামের স্থানীয় এক ব্যবসায়ী বাড়িটির মালিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন