সাভারে ট্রাকচাপায় পথচারী নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2020/09/দুর্ঘটনায়-accident.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগামী ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৭ফেব্রুয়ারী) দুপুরে মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান জাহিদ(৫০) পেশায় পরিবহন চালক বলে জানাগেছে। সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় বসবাস করতেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান আওয়ার নিউজ বিডি ডটকম কে জানান, দুপুরে জাহিদ নামে ওই ব্যক্তি ব্যাংকটাউন এলাকায় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন, এসময় ঢাকা থেকে সাভারমুখী একটি দ্রুতগতির ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার ও জব্দ ট্রাকটি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা আসলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন