সামির মেয়ের সঙ্গে কোহলির নাচ ভাইরাল (ভিডিও)
নিজের টুইটার অ্যাকাউন্টে দারুণ একটি ভিডিও শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি। সেখানে দেখা যাচ্ছে, তার ছোট্ট কন্যা আইরাহ ক্রিকেট দলেন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে নাচছে। স্বাবলীলবাবে ফুটফুটে বাচ্চাটি নেনে যাচ্ছে কোহলির সঙ্গে। আর কোহলিও দারুণ মজা পেয়েছেন।
ড্যান্স ফ্লোরে দুজনই নেচে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে বেজে যাচ্ছে লোউ বেগাসের হিট হান ‘আই গট এ গার্ল’। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই-এ জয়ের পরই নেই আনন্দ উদযাপন বলেই মনে হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আরিয়াহ একেবারে কোহলির স্টেপগুলো হুবহু অনুসরণ করছে। ভাইরাল হয়েছে ভিডিওটি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন