সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৬২৬ : স্বাস্থ্যমন্ত্রী
এখন পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬২৬ জন, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৫১ জন, এ তথ্য জানিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনকে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
এর আগে শনিবার (৭ জুলাই) ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন জানিয়েছিলেন ডেঙ্গু এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। এসময় তিনি জোর গলায় তুলে ধরেন তাদের নেয়া কার্যক্রমগুলো।
একই অনুষ্ঠানে উত্তরের মেয়র আতিকুল ইসলাম মশা নিধনের ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার দাবি জানান। তিনি বলেন, মশার ওষুধ ছিটানোর দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। দ্যা এগ্রো লিমিটেড এবং এগ্রোফুডকে কালো তালিকাভুক্ত করেছি। এবং তাদের মশার মেডিসিন আমরা নেবো না।
এই অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী বলেছিলেন, কোনো ওয়ার্ড কাউন্সিলের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন